একজন ঘুস খাওয়া পুলিশ অফিসারের লাশ কবর দেয়ার জন্য পাঁচবার কবর খনন করতে হয়েছিল

১৪১১ হিজরির ২৭ জমাদিউল আউয়ালের একটি ঘটনা। একজন পুলিশ অফিসারের মৃত্যুর পর তার লাশ কবরে নামানো যাচ্ছিল না। কবর এতো সংকীর্ণ হয়ে গেল যে কবরে লাশ ঢুকানো যাচ্ছিল না। কবর সেই লাশ গ্রহণ করতে রাজি হচ্ছিল না।

দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার আলাদা আলাদা জায়গায় কবর খনন করেও একই অবস্থার সম্মুখীন হতে হলো। কবর এত সংকীর্ণ হয়ে যাচ্ছিল যে, কবর লাশ গ্রহণ করতে চাচ্ছিল না।

পঞ্চমবার কবর খনন করে বহু কষ্টে অল্প ফাঁকের ভেতর ঠেঁসে ঠেঁসে লাশ কবরের ভেতর ফেলে দেয়া হলো। আল্লাহ ভাল জানেন কবরে সেই পুলিশ অফিসারের কি অবস্থার সম্মুখীন হতে হবে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!