উম্মতের মধ্যে বিলাসিতার অগ্রীম সংবাদ

হযরত জাবের (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, শীঘ্রই আমার উম্মতের লোকেরা উত্তম ও দামী বিছানা পত্র বিছাতে আরম্ভ করবে। ঐ ভবিষ্যদ্বাণী অল্প দিন পরই প্রতিফলিত হল। প্রথম দিকে সাহাবায়ে কেরাম করবে। ঐ ভবিষ্যদ্বানী অল্প দিন পরই প্রতিফলিত হল। প্রথম দিকে সাহাবায়ে কেরাম নেহায়েত কেরাম দৈন্য নিপাতিত করেছেন।

পরবর্তীতে তাদের মধ্যে অর্থবিত্তের প্রাচুর্য দেখা দিল। এ হাদীসের বর্ণনাকারী স্বয়ং হযরত জাবের (রাঃ) এর গৃহে দামী বিছানা পত্র ছিল। তার স্ত্রী এ সকল দামী বিছানা-পত্র বিছাতে লাগলেন তিনি এ বলে বারণ করতেন যে, আমার উম্মতের মধ্যে শীঘ্রই দামী বিছানা-পত্রের প্রচলন শুরু হয়ে যাবে।

সুতরাং এ আমীরানা আসবাবপত্র ভাল নয় কিন্তু হযরত জাবের (রাঃ) এর স্ত্রী বলতেন, যখন বিছানায় বসার ভবিষ্যদ্বাণী করেছেন, সুতরাং তদনুযায়ী এতে আমাদের বসা উচিৎ। কেননা, তা আল্লাহর পাকের এনাম। (বুখারী-মুসলিম)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!