বয়াত শোনার পরিবেশ চাই

হযরত জোনায়েদ (রঃ) একদা কতিপয় মুরীদসহ এক বাড়ীতে দাওয়াত খেতে গেলেন। সেখানে গিয়ে তিনি স্বীয় মুরীদানদের মধ্যে এক অপরিচিত ব্যক্তিকে দেখলেন। পরে তাকে নিকটে ডেকে নিজের চাদরটি তার হাতে দিয়ে বললেন, এ চাদরটি বাজারে বিক্রি করে সকলের জন্য দু’সের চিনি নিয়ে আস।

সে চাদর নিয়ে বের হলে তখন তিনি ভেতর হতে ঘরের দরজা বন্ধ করে উচ্চ আওয়াজে তাকে ডেকে বললেন, তুমি চাদর নিয়ে চলে যাও।

কিন্তু এখানে ফিরে এসো না। উপস্থিত সকলে এর কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি নিজের চাদর বিক্রি করে তোমাদের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ খরিদ করেছি।

অর্থাৎ এমন এক ব্যক্তিকে এই মজলিস হতে বের করে দিয়েছি, যে তোমাদের দলভুক্ত নয়। অতঃপর তিনি বললেন, বয়াত শোনার জন্য তিনটি বস্তুর প্রয়োজন, অর্থাৎ স্থান, কাল এবং উপযুক্ত পাত্র।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!