বিখ্যাত বুজুর্গ জুন্নুন মিশরী (রহঃ) বলেন, হজ্জের সময় আমি পথে এক সুদর্শন যুবকের সাক্ষাৎ পেলাম। অল্প বয়সী এ যুবকের দৈহিক সৌন্দর্য ছিল অসামান্য। সে আল্লাহ পাকের এশক ও মোহাব্বতের দিওয়ানা ছিল। আমি তাকে ভ্রমণপথের সাথী হিসাবে গ্রহণ করে দীর্ঘ পথ এবং বিভিন্ন কষ্টের কথা বললাম। সে জবাব দিল, অলস ব্যক্তিদের জন্য এ ভ্রমণ দীর্ঘ ও কষ্টের বটে। কিন্তু নেক বান্দাদের জন্য এটা কোন কষ্টকর বিষয় নয়। বর্ণিত আছে যে, হযরত শিবলী (রহঃ) আরাফাতে অবস্থানকালে সূর্যাস্ত পর্যন্ত কারো সাথে কথা বলেননি। হযরত ফোজায়েল বিন আয়াজ আরাফাতের ময়দানে ভরপুর মজলিসের মধ্যে বলতেন, তোমাদের কি মনে হয় যে, আমরা সকলে মিলে কোন দানশীলদের দরজায় গিয়ে একটি পয়সা প্রার্থনা করলে সে আমাদেরকে তা দান না করে ফিরিয়ে দেবেন? লোকেরা বলল, না এটা অবশ্যই না।
তিনি বললেন, আল্লাহর কসম, আমাদের সবাইকে ক্ষমা করে দেয়াটা আল্লাহ পাকের নিকট ঐ ব্যক্তির এক পয়সা দানের চেয়েও আরো সহজ।
হযরত ফোজায়েল (রহঃ) ও আরাফাতে অবস্থানকালে সূর্যাস্ত পর্যন্ত কারো সাথে কথা বলেননি।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।