গায়েবী সংবাদ

এক ব্যক্তি বর্ণনা করেন, আমরা কয়েকজন শায়েখ আবু মোহাম্মাদ হারিরীর নিকট বসা ছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে, যে আল্লাহ পাক কোন বিষয় প্রকাশ করবার পূর্বেই তা সে বলে দিতে পারে। আমরা বললাম, আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই। তিনি বললেন, এক অসুস্থ বুজুর্গকে ঔষধ পান করতে বলা হলে তিনি তা পান করতে অস্বীকার করে বললেন, আজ পৃথিবীতে একটি বিষয় ঘটছে। যতক্ষণ আমাকে ঐ বিষয়ে অবগত না করা হবে ততক্ষণ আমি কিছুই স্পর্শ করব না। কিছু দিন পর জানা গেল ঐ দিন কারামতিয়া সম্প্রদায় মক্কায় প্রবেশ করে যুদ্ধ বাঁধিয়ে ছিল।

বর্ণনকারী ব্যক্তিটি বললেন, উল্লেখিত ঘটনা আমি ইবনে কাতেবের নিকট বর্ণনা করলে তা শুনে তিনি আশ্চর্যবোধ করলেন। কিন্তু শায়েখ আবু ওসমান মাগরাবী মন্তব্য করলেন, এটা কোন আশ্চর্য বিষয় নয়। অতঃপর আবু আলী বিন কাতেব বললেন, আজ মক্কায় তালহা পন্থী ও আওলাদে হোসাইনের পরস্পর যুদ্ধ বাঁধছে। তালহা পন্থীরা এক হাবশী গোলামকে তাদের সেনাপতি নিযুক্ত করেছে।

সেনাপতির মাথায় একটি লাল পাগড়ী আছে। পরে তদন্ত করে জানা গেল, মক্কাতে সত্য সত্যই ঐ ঘটনা ঘটেছিল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!