হযরত ইউসা (আঃ) এর জন্ম নবুয়াত প্রাপ্তি ও ধর্ম প্রচার-২য় পর্ব
হযরত ইউসা (আঃ) এর জন্ম নবুয়াত প্রাপ্তি ও ধর্ম প্রচার-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
বালাম বাউর বললেন, হযরত ইউসা (আঃ) আল্লাহ্র একজন প্রিয় নবী। তাঁর বিরুদ্ধে আল্লাহ্র কাছে দোয়া করলে আল্লাহ্ পাক তা কবুল করবেন না। বরং আপনি আপনার লোকজনসহ হযরত ইউসা (আঃ) এর নিকট খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করুন। তাতে আপনার জান-মাল, ইজ্জত ও রাজ্য সবই নিরাপদ হবে।
রাজা বলল, হে দরবেশ, আমি আপনার নিকট কোন উপদেশ ভিক্ষা করতে আসিনি। আমি স্বাভাবিক ভাবে এ আশা পোষণ করতেছিলাম যে, আমি কখনও বিপদাপন্ন হলে আপনারা আমার বিপদ দূর করার জন্য আমার সাথে ঝাপিয়ে পড়বেন। কিন্তু এখন দেখছি আপনি আমার শত্রুদের পক্ষে সুপারিশ শুরু করছেন। আমার জন্য আপনি আল্লাহ্র দরবারে দোয়া না করলে আপনাকে হত্যা করা হবে। এ ব্যাপারে আপনাকে তিন দিনের সময় দিলাম। এ সময়ের মধ্যে আপনি আমার জন্য দোয়া করবেন নতুবা আপনার মনের কথা আমাকে জানাবেন।
দরবেশ বালাম বাউর স্ত্রী ছিল পরমা সুন্দরী। সে সর্বদা অর্থের জন্য লালায়িত ছিল। এ ক্ষেত্রে তাঁর ন্যায় অন্যায়ের বিবেচনা ছিল না। রাজা বালাক এ খবর জানত। দরবেশ বালাম বাউর তাঁর স্ত্রীর অত্যন্ত বাধ্য ও অনুগত ছিলেন। স্ত্রী যে কোন দাবী বা আবদার দরবেশ বালাম বাউর উপেক্ষা করতেন না। রাজা এ সুযোগ কাজে লাগাবার জন্য দরবেশ বালাম বাউরের স্ত্রী নিকট ধর্না দিল। তাঁকে প্রচুর অর্থ প্রদান করতঃ তাঁকে বশীভূত করে বলল, হে রমণী!
তোমার স্বামী আমার অবাধ্য। তাঁর একগুয়েমীতে আমার রাজ্যের বিপদের সম্ভাবনা। তাই তোমার নিকট আমার বক্তব্য এই যে, তুমি তোমার স্বামীকে রাজী করিয়ে আমার জন্য আল্লাহ্র দরবারে দোয়া করাবে। এ কাজ করাতে পারলে তোমাকে আরো বেশী অর্থ প্রদান করব। অন্যথায় তোমাকে এবং তোমার স্বামীকে হত্যা করা হবে।
বালাম বাউর গৃহে আগমন করলে তাঁর স্ত্রী বলল, রাজা তোমার নিকট দোয়া প্রার্থী। তুমি তাঁর জন্য দোয়া করতেছে না কেন? হয় তুমি তাঁর জন্য দোয়া কর, না হয় আমাকে তালাক দাও? কারণ, তুমি তাঁর জন্য দোয়া না করলে সে অবশ্যই তোমাকে এবং আমাকে হত্যা করবে। তোমার জন্য আমি মরতে রাজী নই।
স্ত্রী এ মন্তবে বালাম বাউর বিচলিত হয়ে বাদশাহর জন্য দোয়া করার উদ্দেশ্যে স্বীয় হুজরার মধ্যে প্রবেশ করতে উদ্যত হলেন। হুজরার মধ্যে এক পা রাখতে দেখতে পেলেন হুজরার মধ্যে একটি বিরাট আকারের বাঘ তাঁকে আক্রমনোদ্যত হয়েছে। তা দেখে তিনি দ্রুত তাঁর স্ত্রীর নিকট গিয়ে ঘটনা জানালেন। স্ত্রী এ কথা বিশ্বাস না করে বলল, তোমার ওসব বাহানার কথা আমি বুঝি না।
তুমি রাজার জন্য দোয়া করবা কিনা বল। আমার নিকট মিথ্যা কথা বলে আমাকে থামিয়ে রাখলেও বাদশাহ তোমার ঐসব কথা বিশ্বাস করবে না। সে তোমাকে নিঃসন্দেহে হত্যা করবে। আর ক্রোধের বশে আমাকেও ধরে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবে। আমি ঐরুপ অপমান বরণ করতে রাজী নই। যদি তুমি রাজার জন্য দোয়া না কর তবে পরিষ্কারভাবে আমাকে এখনি বলে দাও। আমিও তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাব।
স্ত্রীর আচরণে দরবেশ অনন্যেপায় হয়ে রাজার জন্য দোয়া করার উদ্দেশ্যে তিনি আবার নিজ হুজরায় প্রবেশ করতে উদ্যত হলেন। কিন্তু যে মাত্র তিনি হুজরাখানায় এক পা রাখলেন অমনি দেখতে পেলেন তন্মধ্যে দু’টি ভীষণ অজগর সাপ তাঁর দিকে ফোঁস ফোঁস শব্দ করে আসছে। এতে দরবেশ ভীষণভাবে ভীত হলেন এবং দ্রুত স্ত্রীর নিকট এসে এ ঘটনা জানাল।
কিন্তু স্ত্রী তাঁর এ কথা অবিশ্বাস করে বলল, তোমার আসল উদ্দ্যেশ্যটা আমি বুঝে ফেলছি। তুমি রাজার জন্য দোয়া করবে না। তবে তুমিও জেনে রাখ আমিও তোমার নিকট হতে বিদায় নিলাম। এ কথা বলে স্ত্রী তখনই দরবেশ বালাম বাউর এর গৃহ হতে বের হতে উদ্যত হল। দরবেশ তখন বলে, উঠলেন, তুমি একটু ধর্য্য ধারণ কর। দেখি কি করা যায়।
হযরত ইউসা (আঃ) এর জন্ম নবুয়াত প্রাপ্তি ও ধর্ম প্রচার-৩য় পর্ব পড়তে এখানে ক্লিক করুন