তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরামের খাদ্যে বরকত

হযরত আবূ হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম খাদ্যের অভাবে ক্ষুধায় কষ্ট পেতে ছিলেন, হযরত ওমর (রাঃ) রাসূলুল্লাহ (সাঃ) এর নিকট আরজ করলেন, হে, আল্লাহর রাসূল! কাফেলার লোকদের নিকট অবশিষ্ট যে খাদ্য আছে তা একত্রিত করে বরকতের জন্য দোয়া করুন। বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) চামড়ার দস্তরখানা পেতে ওতে অবশিষ্ট খাদ্য সামগ্রী জড়ো করার নির্দেশ প্রদান করলেন। এ ঘোষণার পর কেউ এক মুষ্টি যব কেউ এক মুষ্টি খেজুর কেউ সামান্য রুটির টুকরা নিয়ে উপস্থিত হল। অতঃপর রাসূলুল্লাহ (সাঃ) ঐ অতি সামান্য খাদ্যদ্রব্য একত্রিত করে ওতে বরকতের জন্য দোয়া করে সকলকে যার যার পাত্র ভরে নিতে আদেশ করলেন। আদেশমত সকলে যার যার পাত্র ভরে নিল এবং পরিতৃপ্তির সাথে আহার করল। কিন্তু আল্লাহর অপার মহিমা, তার পরও খাদ্য বেঁচে গেল। এবার রাসূলুল্লাহ (সাঃ) বললেন-

“আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন মা’বুদ নেই এবং নিশ্চয়ই আমি তাঁর রাসূল। যে ব্যক্তি অন্তর দ্বারা বিশ্বাস করতঃ এ কালেমা মুখে উচ্চারণ করবে সে জান্নাতে প্রবেশ করবে।”

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!