হযরত ইব্রাহীম (আঃ) এর খোদাভীতি

বর্ণিত আছে যে, আল্লাহ্‌র খলীল হযরত ইব্রাহীম (আঃ) যখন নিজের অপরাধের কথা স্বরণ করতেন তখন অজ্ঞান হয়ে পড়তেন। ঐ সময় তার মনে যেই স্পন্দন সৃষ্টি হত তা বহু দূর হতেও মানূষ শুনতে পেত।

একদা ঐ অবস্থায় হযরত জীব্রাঈল (আঃ) আগমন করে হযরত ইব্রাহীম (আঃ) এর খেদমতে আরজ করলেন, আল্লাহ্‌ পাক আপনাকে ছালাম জানিয়ে বলেছেন, আপনি কি কখনো এমন দেখেছেন যে, কোন বন্ধু তার বন্ধুকে ভয় করে? হযরত ইব্রাহীম (আঃ) বললেন, হে জিব্রাঈল! আমি যখন আমার ত্রুটির কথা স্মরণ করি তখন বন্ধুতের কথা ভুলে যাই।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!