আগুন ও রাসূলুল্লাহ (সাঃ) এর চুল

আদম ইবনে জাহের আলাভীর নিকট রাসূলুল্লাহ (সাঃ) এর চৌদ্দটি চুল ছিল। তিনি হালাবের এক আমীরকে ঐ মোবারক চুলগুলো হাদিয়া দিলেন। ঐ আমীর ‘আলাভী’ সম্প্রদায় বা হযরত আলী (রাঃ) এর বংশ অনুসারীদেরকে ভালবাসতেন। হালাবের আমীর ঐ চুলসমূহকে অত্যন্ত ভক্তির সাথে গ্রহন করলেন এবং ইবনে জাহেরকেও যথাযথ সন্মান করে পুরস্কৃত করলেন।

দীর্ঘ দিন পরের ঘটনা আদীম ইবনে জাহের ‘আলাভী ঐ আমীরের সাথে দেখা করতে এলেন। কিন্তু আমীর তার দিকে তাকিয়ে কথাও বললেন না। আলাভী আমীরের গোস্বার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি জানতে পেরেছি যে, তুমি আমাকে যে চুল দিয়েছ তা আসলে রাসূলুল্লাহ (সাঃ) এর চুল নয়। তুমি আমার সাথে প্রতারণা করেছ। আলাভী আমীরের মনের সন্দেহ দূর করার উদ্দ্যেশে বলল, চুল গুলো বের করে আনুন। অতঃপর আগুন প্রজ্বলিত করে চুলগুলো ওতে নিক্ষেপ করা হলো। কিন্তু আগুন ঐ চুল গুলোকে পোড়াতে পারল না। বরং আগুনের ভিতর থেকে ওগুলোর শোভা আরো বৃদ্ধি পেল। এ দৃশ্য দেখে আমীরের ভুল ভাঙল এবং ‘আলাভীকে পূর্বাপেক্ষা আরো বেশী তাজীম ও সন্মান করে হাদিয়া তোহফা প্রদান করলেন। আগুনের ধর্ম হলো সকল কিছুকে পুড়িয়ে ভস্ম করে দেয়া। কিন্তু এখানে নবী করীম (সাঃ) এর মু’যিযার কারণেই সে চুলকে পোড়াতে পারেনি।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!