ইমাম আহমদ, বাজ্জার, আবূ ইয়ালা প্রমুখ, বেলাল বিন হারিস থেকে বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে সফরে ছিলাম। উরুজ নামক স্থানে যাত্রা বিরতির সময় আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ (সাঃ) কাফেলার তাবু থেকে দূরে সরে একাকী বসে আছেন। আমি নিকটবর্তী মনে হলে মনে হল যেন সেখানে অনেক মানুষের সম্মিলিত কণ্ঠে শোর-গোল হচ্ছে। আমি আর না এগিয়ে সেখানেই থমকে দাঁড়ালাম। আমি ভাবলাম, হয়ত অদৃশ্য জগতের লোকেরা রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে হাজির হয়েছে। হঠাৎ তিনি স্বীয় আসন থেকে উঠে মুচকি হেসে আমার দিকে আগ্রসর হলেন। আমি শোরগোলের কারণ জানতে চাইলে তিনি বললেন, মুসলমান জ্বীন ও কাফের জ্বীনদের মধ্যে তাদের আবাস নিয়ে বিবাদ হচ্ছিল। আমি উভয় পক্ষের আবাসস্থল চিহ্নিত করে বলে দিলাম যে, মুসলমান জ্বীনরা আবিসিনিয়ায় এবং কাফের জ্বীনরা গাওর নামক একালায় বসবাস করবে, আর কেউ কারো এলাকায় প্রবেশ করবে না।
উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কাছীর ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, ঐ ঘটনার পর থেকে আমরা লক্ষ্য করলামঃ আবিসিনিয়ার অঞ্চলে কাউকেও জ্বীনে আছর করলে সে মুক্তি পেত কিন্তু গাওর এলাকায় জ্বীনে ধরা লোকেরা অধিকাংশ ক্ষেত্রেই নিস্তার পেত না।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।