হযরত আনাস (রাঃ) এর জন্য বরকতের দোয়া

হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, আমার মাতা রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে আরজ করলেন, হে আল্লাহর রাসূল! আপনার খাদেম আনাসের জন্য দোয়া করুন। তিনি দোয়া করলেনঃ হে আল্লাহ! আনাসকে অনেক সন্তান এবং সম্পদ দান কর। হযরত আনাস (রাঃ) বলেন, আল্লাহর কসম! অতঃপর আমি প্রচুর সম্পদ ও সন্তান লাভ করেছি। আমার ছেলে মেয়ে ও তাদের আওলাদ সহ সকলের সংখ্যা ছিল প্রায় একশতের কাছাকাছি।

হযরত ইবনে জাওজী বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাঃ) এর দোয়ায় হযরত আনাস (রাঃ) এমন বরকত লাভ করলেন যে, অপর সকলের বাগানে বছরে ফলন হত একবার আর হযরত আনাস (রাঃ) আর বাগানে ফলন হত দুই বার। (বুখারী)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!