সামান্য খাদ্যে অভাবনীয় বরকত ও কাফেরদের ইসলাম গ্রহণ

হযরত আবূ আইউব আনসারী (রাঃ) বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ (সাঃ) এবং হযরত আবূ বকর (রাঃ) এর জন্য খাবার প্রস্তুত করলেন। কিন্তু যথা সময় তাঁকে বললেন বড় বড় দেখে এর নিয়ামানুসারে ত্রিশজন আনসারীকে দাওয়াত কর।

এর নির্দেশ অনুসারে ত্রিশজন আনসারী খানায় শরীক হলেন। অবশেষে দেখা গেল, ঐ দু’জনের খাবার থেকে ত্রিশজন আনসারী তৃপ্তিসহকারে আহার করার পরও খাবার উদ্ধৃত্ত রয়ে গেল।

হযরত আবূ আইউব আনসারী (রাঃ) বলেন, ঐ সামান্য খাবার থেকে ত্রিশজন আনসারী পেট ভরে আহার করল, এবং এ মু’যিযা দেখে সকলে ইসলাম কবূল করে রাসূলুল্লাহ (সাঃ) এর হাতে বাইয়াত গ্রহণ করলেন।

তিনি আরো বলেন, সেই দিন ঐ খাবার দ্বারা একশত আশিজন তৃপ্তিসহকারে আহার করেছিল। উপরোক্ত ঘটনাটি ঐ সময়ের যখন মক্কা থেকে হিজরত করে হযরত আবূ আইউব আনসারী (রাঃ) এর গৃহে সাময়িকভাবে মেহমান হিসাবে অবস্থান করেছিলেন। (বায়হাকী-তাবরানী)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!