এক সাহাবী (রাঃ)-এর মৃত্যু

কানজুল উম্মাল গ্রন্থে আছে রাসূল (সাঃ) এক যুদ্ধ থেকে ফেরার পথে ইয়ামেনের এক ব্যক্তি এ দিক দিয়ে উটের ওপর সাওয়ার হয়ে যাচ্ছিল। সাহাবীদের কাফেলার প্রতি লক্ষ্য করে সে বলছিল, হে নওজোয়ান কাফেলা, হে মুসাফিরগণ! আমি মদিনায় যেতে চাই তোমরা আমাকে মদিনার রাস্তা বলে দাও। সাহাবায়ে কিরাম (রাঃ) আরজ করলেন, তুমি আমাদের সাথে চল আমরাও মদিনার যাত্রী। চলতে পথে সাহাবীরা লোকটির কাছে জানতে চাইলেন, তুমি মদিনায় কেন যাবে? উত্তরে সে বলল, শুনেছি মদিনায় মোহাম্মাদ (সাঃ) নামে একজন পয়গম্বর আবির্ভূত হয়েছেন, তাঁকে দেখার জন্য যাচ্ছি।

সাহাবাগণ বললেন, তাহলে তো তোমার উদ্দেশ্য পুরণ হয়ে গেছে কারণ হযরত মোহাম্মাদ (সাঃ) আমাদের সাথেই রয়েছেন। সাহাবাগণ সরদারে দুজাহান রাসূল (সাঃ) এর উটনির দিকে ইশারা করে রাসূলকে দেখিয়ে দিলেন। সে তড়িৎ গতিতে তার উটনিকে রাসূলের উটনির সাথে মিলিয়ে নিল। উটের কাজওয়ার মধ্যে কিতাব রাখা ছিল। একটি কিতাব খুলল এবং নবী কারীম (সাঃ)-এর চেহারার দিকে দেখল আর একটি কিতাব একবার রাসুল (সাঃ)-এর চেহারার দিকে দেখল। এভাবে এক এক করে চারটি কিতাব খুলল এবং রসূলের চেহারার প্রতি দৃষ্টি করল এবং বলল, হে আল্লাহর নবী!  আপনার হস্তদ্বয় বাড়িয়ে দিন এবং আমাকে কালিমা পড়িয়ে নিন। لا اله الا الله محمد رسول الله আল্লাহর হাবীব (সাঃ) তাঁকে জিজ্ঞেস করলেন, এত অল্পের সময়ের মধ্যে ইসলাম গ্রহণ করতে কিসে তোমাকে অনুপ্রাণিত করল? লোকটি উত্তর দিল হে আল্লাহর নবী! আমি তাওরাত ও যাবুরের আলেম। সেখানে শেষ নবী সম্পর্কে বর্ণিত গুনাগুণ সবই আপনার মধ্যে পেয়েছি।

এরপর বলল, হুজুর! আমি কিছুদিন আপনার সাথে মদিনায় থেকে দ্বীনের আহকামাত শিখে নিজ এলাকায় দ্বীনের তাবলীগ করতে চাই। রাসূল (সাঃ) বললেন, ঠিক আছে আমার সাথে চল। পাহাড়ি পথ, কুব কষ্ট করেই চলতে হচ্ছে, লোকটি নবীজির সাথে সাথে কিছুদূর অগ্রসর হল। হঠাৎ গর্তের মধ্যে উটনির পা আটকে গিয়ে উটনিটি পড়ে গেল, ওপর থেকে লোকটি ছিটকে পড়ে তার ঘাড় মটকে যাওয়াতে মুহূর্তের মধেই সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। রাহমাতুল্লিল আলামীন স্বীয় উটনি থেকে নেমে গেলেন এবং সাহাবাগণ ও যাত্রা বিরতি করলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল (সাঃ) মায়্যিতাকে কোলে তুলে নিলেন এবং স্বীয় আঙ্গুল দিয়ে তাঁর মাথা আচঁড়িয়ে দিলেন, রাসূলের চোখ মোবারক থেকে অশ্রু ঝরে তাঁর চেহারায় পড়ছিল। রাসূল (সাঃ) বললেন, হে মৃত মুসাফির! এখনো তুমি তোমার নাম ঠিকানা কিছুই বলতে পারিনি। কিন্তু হে আমার সাহাবীরা দেখ! কত খুশ নসীব তাঁর عمل قليل واجر كثير আমল কম কিন্তু বিনিময় অনেক বেশী। কারণ আমি দেখতে পাচ্ছি যে, তাঁর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেয়া হয়েছে। প্রত্যেক দরজার দারোয়ান ডেকে বলছে, হে জঙ্গলে মৃত্যুবরণকারী মুসাফিরের রুহ! তুমি জলদি এস এবং জান্নাতের যে দরজা দিয়ে তোমার ইচ্ছা প্রবেশ কর।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।