আসমা বিনতে আবী বকর (রাঃ) থেকে বর্ণিত, আবূ লাহাবের স্ত্রী “হাম্মালাতাল হাতাব” যখন সূরা তাব্বাত ইয়াদার আলোচ্য বিষয় সম্পর্কে অবগত হল তখন সে একটি পাথর নিয়ে রাসূলুল্লাহ (সাঃ) কে আক্রমণের উদ্দেশ্যে বের হল।
রাসূলে পাক (সাঃ) তখন হযরত আবূ বকর (রাঃ) এর সাথে মসজিদে বসা ছিলেন। কিন্তু আবূ লাহাবের স্ত্রী তথায় এসে শুধু হযরত আবু বকরকেই দেখতে পেল। অথচ তার পাশেই রাসূলুল্লাহ (সাঃ) উপবিষ্ট ছিলেন। আল্লাহ্ পাক স্বীয় হাবীবকে ঐ পাপিষ্ঠার দৃষ্টি হতে অদৃশ্য করে রেখেছিলেন।
আবূ লাহাবের স্ত্রী হাম্মালাতাল হাতাব হযরত আবূ বকর (রাঃ) কে জিজ্ঞেস করল, তোমার সঙ্গীটি কোথায় সে নাকি আমার বদনাম গেয়ে বেড়ায়? খোদার কসম! যদি তার সাক্ষাত পেতাম, তবে এ পাথর দ্বারা তার মুখে আঘাত করতাম। অতঃপর সে প্রিয় রাসূলুল্লাহ (সাঃ) এর সাক্ষাত না পেয়ে হতাশ হয়ে ফিরে গেল। (বায়হাকী)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।