জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তিন খলিফা

হযরত আবূ মুসা আস’আরী বলেন, আমি মদীনার একটি বাগানে রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে ছিলাম। হঠাৎ এক ব্যক্তি এসে বাগানের দরজায় আঘাত করল। রাসূলুল্লাহ (সাঃ) বললেন, ফটক খুলে দাও এবং আগত ব্যক্তিদেরকে জান্নাতের সুংবাদ দান কর।

হযরত আবূ মুসা আসয়ারী (রাঃ) বলেন,- আমি বাগানের ফটক খুলে প্রথমে হযরত আবূ বকর সিদ্দীক (রাঃ) কে দেখতে পেলাম। তাকে জান্নাতের সুসংবাদ দেবার পর তিনি আল্লাহ তালার প্রশংসা করলেন। কিছুক্ষণ পর হযরত ওমর (রাঃ) এলেন, আমি তাঁকেও জান্নাতের সুসংবাদ দিলে তিনি আল্লাহ পাকের প্রসংশা করে বললেন, আলহামদুলিল্লাহ।

অতঃপর তৃতীয় ব্যক্তি এসে বাগানের ফটকে শব্দ করলে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, হে আবূ বকর মূসা! দরজা খুলে দাও এবং (আল্লাহ পাকের থেকে একটি পরীক্ষা সাপেক্ষে তাঁকেও জান্নাতের সুসংবাদ দাও। আমি দরজা খুলে দেখলাম, হযরত ওসমান (রাঃ) এসেছেন।

আমি তাকে জান্নাতের সুসংবাদ ও পরীক্ষা সম্পর্কে জানালে তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে আল্লাহ তালার শুকরিয়া করলেন এবং পরীক্ষায় আল্লাহ তালার সাহায্য কামনা করলেন। পর্বতীকালে রাসূলুল্লাহ (সাঃ) এর এ ভবিষ্যদ্বানী হুবহু প্রতিফলিত হয়েছে। মদীনাতে মিশর ও ইরাকী বিদ্রোহীদের হাতে ওসমান (রাঃ) শাহাদাত বরণ করেন।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!