হযরত আলী (রাঃ) বলেছেন, আমাকে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, হে আলী! তোমার অবস্থা হযরত ঈসা (আঃ) এর মত হবে। ইহুদীরা তার সাথে শত্রুতা পোষণ করত। শেষ পর্যন্ত তাঁরা তার মায়ের নামে কুৎসা রটিয়েছে। আর নাসারারা তাকে ভাল বাসত, শেষ পর্যন্ত তাঁরা হযরত ঈসা (আঃ) কে এমন মর্যদা দিতে শুরু করল, তিনি যে মর্যাদা অধিকারী ছিলেন না।
বিঃদ্রঃ হযরত ঈসা (আঃ) এর শত্রুতা ও মিত্রতায় যেমন দুটি ফেরকা সৃষ্টি হয়ে গেল। ঠিক তেমনিই তোমার শত্রুতা ও মিত্রতার ক্ষেত্রেও পৃথক দু’টি ফেরকা সৃষ্টি হবে। এক পক্ষ তোমাকে মন্দ বলবে, অন্য পক্ষ তোমাকে এতটা উপরে উঠাবে যে, তুমি এর উপযোগী নও। অবশেষে এরুপই হল। খারেজী ও নাছেবী সম্প্রদায় হযরত আলীর প্রচণ্ড বিরোধীতা করল এবং তার নামে মিথ্যা দূর্ণাম ও অপবাদ রটনা করল। পক্ষান্তরে রাওয়াফেজ ও গালী সম্প্রদায় তাকে এতটা উপরে উঠাল যে, একেবারে আল্লাহর সাথে শরীক করে ফেলল। (নাউজুবিল্লাহ)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।