হযরত ওমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক যুদ্ধে মুজাহিদরা প্রচন্ড পিপাসায় কষ্ট পাচ্ছিলেন। হযরত ওমর (রাঃ) রাসূলে পাক (সাঃ) এর নিকট পানির জন্য দোয়া করতে দরখাস্ত করলেন। আল্লাহর রাসূল (সাঃ) দোয়া করার সাথে সাথে আকাশের মেঘ জমে এত বৃষ্টিপাত হল যে, সবার পিপাসা নিবারণ হয়ে গেল। কেউ কেউ বলেছেন, এটা বদরের যুদ্ধের মু’যিযা এবং তার প্রতি ইশারা করে সূরা আনফালে বলে হয়েছেঃ
وَيُنَزِّلُ عَلَيْكُم مِّنَ السَّمَاءِ مَاءً لِّيُطَهِّرَكُم بِهِ
অনুবাদঃ আর তোমাদের উপর আকাশ হতে পানি বর্ষণ করেছিলেন যে সে পানি দ্বারা তোমাদের কে পবিত্র করে দেন। (বায়হাকী)
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।