হাতীর ইন্ডিয়া যাত্রা

পিপড়ার ভিসা পাসপোর্ট সবই আছে, সে প্রতিদিন ইন্ডিয়া যায়।
এটা দেখে হাতীর শখ হইল সেও
ইন্ডিয়া যাবে, যদিও তার
ভিসা পাসপোর্ট নাই। সে পিপড়াকে ধরল, দোস্ত আমারও ইন্ডিয়া যাইতে মন চায়।

পিপড়া বললঃ কোন সমস্যা নাই। চল ইন্ডিয়া যাই।

হাতী আর পিপড়া বর্ডার ক্রস
করতেছে। এমন সময়, বিএসএফ তাদের থামাইল। হাতীর ভিসা পাসপোর্ট দেখতে চাইল।

হাতী বললঃ দাদা, আমার তো ওসব কিছু নাই। পিপড়ায় আমারে নিয়া যাইতাছে। ওর সাথে কথা বলেন।

পিপড়া আইসা হাতীটাকে দেখিয়ে বললঃ এইবার ইন্ডিয়া গিয়া লম্বা সময় থাকতে হইব, তাই সাথে করে খাবার নিয়ে যাচ্ছি।
খাবারের আবার ভিসা পাসপোর্ট কি?

—সংগৃহীত

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!