দুয়া দুরুদের বরকতে এক বিষাক্ত অজগরের স্বেচ্ছায় মৃত্যু
দুই বছর আগের কথা। পাতুকি শহরে আমি তাবলীগ জামাতে শরীক হলাম। শহরের তিন মাইল পশ্চিমের এক গ্রামে দেখি এক জায়গায় বিরাট এলাকা জুড়ে বড় বড় ঘাস রয়েছে। সেই ঘাসের ভিতরে বাস করতো একটি অজগর। সেই অজগর বেশ কয়েকটি পশু মেরে তার ক্ষুধা মিটিয়েছে। কয়েকজন মানুষেরও ক্ষতি করেছিল। গ্রামের মানুষ সেই অজগরের ভয়ে ছিল ভীষণ ভীত এবং আতঙ্কগ্রস্ত। গুলি করেও সেই অজগরকে মেরে ফেলা সম্ভব ছিল না। গ্রামের মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছিলেন।
তাবলীগ জামাত সেই বড় বড় ঘাসের জঙ্গলের কাছাকাছি পৌঁছালে অজগর বেরিয়ে এসে ফনা তুলে দাড়ালো। জামাতের লোকেরা মহান আল্লাহর যিকির শুরু করে দিলেন এবং দুয়া দুরুদ পড়তে লাগলেন। এতে অজগরের মাথা নিচু হয়ে গেল। একজন সাথি অজগরের প্রতি ইট নিক্ষেপ করলেন কিন্তু অজগর চুপচাপ থাকলো। অন্য সাথীগণ গ্রামের লোকজনদের সহযোগিতায় লাঠি দিয়ে পিটিয়ে অজগরকে মেরে ফেলল। যিকির ও দুরুদের বরকতে অজগরের অত্যাচার থেকে গ্রামের মানুষ রেহাই পেলেন। এ ঘটনা দীর্ঘদিন যাবত গ্রামের মানুষের মুখে মুখে আলোচিত ছিল।