হযরত যুল কিফলের মোকাবেলায় শয়তান

হযরত আবদুল্লাহ বিন হারিস (রহঃ) বলেছেনঃ একদিন নবী তাঁর সাহাবীদের সম্বোধন করে বলেছিলেন তোমাদের মধ্যে এমন কে আছে, যে কখনও রাগ করবে না বলে কথা দেবে এবং এই গুনের বদৌলতে আমার মত মর্যাদায় পৌঁছবে। আর আমার  ইন্তেকালের পর আমার কওমের মধ্যে আমার দায়িত্ব পালন করবে?

এক যুবক বলেন, আমি কথা দিচ্ছি।

নবী ফের একবার সেই প্রস্তাব দিলেন।

যুবকটিও একই কথা বললেন।

 সুতরাং নবীর ইন্তেকালের পর যুবকটি তাঁর দায়িত্ব পালন করতে লাগলেন। সেই সময় শয়তানও তাঁকে রাগিয়ে তোলার চেষ্টা করতে লাগল। তখন তিনি তাঁকে দেখতে পায়নি। শয়তান ফের এসে তাঁকে রাগাতে লাগল। 

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!