কাঁকরের আঘাতে জমিনে পুতে গিয়েছিল ইবলীস

(হাদীস) হযরত ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, জনাব রাসূলুল্লাহ (সাঃ’) বলেছেনঃ

জিবরাঈল (আঃ) হযরত ইব্রাহীমকে নিয়ে জামরাতুল আকাবায় পৌঁছলে শয়তান তাঁকে বাধা দেয়। তখন তিনি তাঁকে সাতবার কাঁকর ছুড়ে জামরায় গিয়ে পৌঁছেন। সেখানেও শয়তান বাধা দেয়। হযরত ইব্রাহীম ফের তাঁকে সাতবার কাঁকর ছুড়ে মারেন। এবং ফের সে  যমিনে পুতে যায়। 

এরপর জিবরাঈল (আঃ) তাঁকে নিয়ে আরেকটি জামরায় আসেন।  সেখানেও শয়তান তাদের বাধা দেয় এবং ফের তিনি তাঁকে সাতবার কাঁকর ছুড়ে মারেন। সুতরাং ফের শয়তান মাটির মধ্যে পুঁতে যায়। 

এভাবে শত লাঞ্চিত হওয়ার পরও শয়তান দমে যায়নি। শয়তান তার শয়তানি একের পর এক চালিয়ে যেতে থাকে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!