এক মানব বালক-এর কাছে হেরে গেলেন জ্বিন মহিলা

(মাকামাতে হারীরী রচয়িতা) আল্লামা হারীরী লিখেছেনঃ

আরবের লোক কথাগুলোর মধ্যে একটি এই যে, একবার এক মহিলা আরবের পণ্ডিতদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মনস্থ করল। তারপর সে বড় বড় পণ্ডিতদের কাছে যেতে লাগল। কিন্তু যুক্তি প্রমাণে কেউ তার সামনে টিকতে পারল না।

শেষকালে আরবের এক বাচ্চা ছেলে সেই মহিলা জ্বিনের কাছে গিয়ে বলে, আমি আপনার মোকাবেলা করব।

মহিলাঃ শুরু করো।

বালকঃ হতে পারে।

মহিলাঃ বর বাদশাহ হয়।

বালকঃ হতে পারে।

মহিলাঃ পদাতিক ব্যক্তি আরোহী হয়ে যায়।

বালকঃ উটপাখী পাখী হয়। বাচ্চাটি তখন চুপ করে গেল। মেয়েটি বলল, এবার আমি তোমাকে হারাব।

বালকঃ বলুন।

মহিলাঃ আমি অবাক হচ্ছি।

বালকঃ আপনি অবাক হচ্ছেন জমিনকে দেখে, কারণ এর স্তর কোনও ভাবেই হালকা হয় না এবং চারণ ভূমি দেখা যায় না।

মহিলাঃ আমি অবাক হচ্ছি।

বালকঃ আপনি আপনার সামনে খনন করা খাদ দেখে অবাক হচ্ছেন যে, ওর তলদেশে পৌঁছানো যায় না এবং কেন ওই খাদ ভরা যায় না।

কথিত আছে, ওই জ্বিন মহিলা, বাচ্চাটির মুখে পুরোপুরি উত্তর শুনে লজ্জিত হয়ে চলে যান এবং পরে আর কখনও ফিরে আসেনি।

উল্লেখঃ এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল, প্রতিযোগীর অন্তরের কথা উপলব্ধি করে ঠিকঠাকভাবে বলে দেওয়া। সুতরাং ছেলেটি, আল্লাহ প্রদত্ত মেধার দ্বারা, জ্বিন মহিলার মনের কথা জেনে নিয়ে যথাযথভাবে বলে দিয়ে মেয়েটিকে নিরুত্তর করে দিয়েছিল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!