আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ২ পড়তে এখানে ক্লিক করুন
দীর্ঘ দিন এভাবে অতিবাহিত হবার পর একদা রাত্রিবেলার লোকটি এবাদাতগৃহে ঢুকে দেব-দেবীদেরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুড়িয়ে দিল এবং দেবীদের যে সমস্ত স্বর্ণালঙ্কার পরিধান করান হয়েছিল, তা জমা করে থলে ভর্তি করল। অতঃপর মলত্যাগ করে সর্বোত্ত ছড়িয়ে দিয়ে রাতের অন্ধকারে পলায়ন করল।
পরের দিন এবাদাতগৃহের অন্যান্য সেবকেরা এসে প্রধান সেবককে দেখল না এবং এবাদাতগৃহের মূর্তিদের অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে আবরাহা বাদশাহকে জানাল। আবরাহা নিজে এবাদাতগৃহে এসে অবস্থা দেখে ভীষণ ক্রুদ্ধ হল এবং প্রধান সেবককে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দিল।
দিন ভর তারা সর্বত্র খোঁজ খবর নিল। কিন্তু খাদেমকে কোথাও পাওয়া গেল না। সন্ধ্যা বেলা সমস্ত লোকজনেরা এসে বাদশাহর নিকট খাদেমের খোঁজ পাওয়া গেল না বলে জানাল।
আবরাহা বাদশাহ তখন চিন্তা ভাবনা করে দেখল এ কাজ মক্কাবাসীদের ষড়যন্ত্রের ফলশ্রুতি বই অন্য কিছু নয়। তাই সে ক্রুদ্ধ মেজাজে ঘোষণা দিল অচিরে মক্কার কাবাগৃহ ধ্বংস করতে হবে।
পরের দিন বাদশাহ সেনাবাহিনী প্রধানকে খবর দিয়ে বলল, তুমি তোমার সৈন্য সামান্তসহ ৩ দিনের মধ্যে প্রস্তুতি নাও। চতুর্থ দিনে আমরা মক্কার কা’বা গৃহ ধ্বংস করার অভিযান শুরু করব।
খাদ্য-খাদক ও অস্ত্রশস্ত্র সম্পূর্ণ যোগাড় করে কমপক্ষে একলাখ সৈন্য নিয়ে আমরা এ অভিযানে অবতীর্ণ হব। যতগুলি হাতী আমার রাজ্যে আছে তা আগামী দিনের মধ্যে সংগ্রহ কর এবং তাতে আমার মন্ত্রী পরিষদ ও সশস্ত্রবাহিনী থাকবে।
আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ৪ পড়তে এখানে ক্লিক করুন
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।