স্বামীকে উপদেশ দান-শেষ পর্ব

স্বামীকে উপদেশ দান-পর্ব ৫ পড়তে এখানে ক্লিক করুন

মুছা! তুমি আমার জন্য এতটুকু ভাবিও না, আমাকে দয়াময় প্রভু যতটুকু মনোবল দিয়েছেন তাতে বাদশাহ আমাকে যত কঠোর সাজাই প্রদান করুক না কেন হাসতে হাসতে তা বরণ করে নিব। মৃত্যুকে আমি পরোয়া করি না যদি দয়াময় প্রভু শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে ঈমান রাখার তৌফিক দেন।

অতপরঃ আর হযরত মুছা আঃ আছিয়ার নির্দেশের প্রতিবাদ করলেন না। তিনি মাতা আছিয়ার নিকট হতে দোয়া ও বিদায় নিয়ে রাত্রির অন্ধকারেই শাহী মহল হতে বের হয়ে পড়লেন। বিবি আছিয়া তাঁকে কতগুলি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, বাছা! এগুলি তোমার পাথেয় ও বিদেশের সম্বল। এটা গ্রহণ কর। মুছা আঃ জননী আছিয়ার এ শেষ দান একান্ত আগ্রহের সাথে সঙ্গে করে নিয়ে গেলেন।

বিবি আছিয়া এভাবে মুছা আঃ কে বিদায় দিয়ে কিছুক্ষণ তাঁর গমন পথের পানে ছলছল চোখে চেয়ে থেকে অবশেষে একটি বুক ফাটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আল্লাহর কাছে বললেন, হে মাবুদ! আত্নীয় বান্ধবহীন তোমার বান্দাটিকে তোমার হাতেই সমর্পণ করলাম। তুমি এর সর্বাঙ্গীর বিধান করিও।  

স্বামীকে উপদেশ দান-পর্ব ১ পড়তে এখানে ক্লিক করুন

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!