হযরত আছিয়ার পূর্বপুরুষ

আল্লাহ্‌ রাব্বুল আলামীন পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে বারবার একটি প্রাচীন বংশের নাম উল্লেখ করেছেন। সে বংশের নাম বনী ইসরাইল। আমরা যে মহীয়সী রমণীর জীবন ঘটনা লিখতে যাচ্ছি তাঁর পূর্ব পুরূষগণ ছিলেন এ বংশেরই লোক। অতি প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী এ বংশ হতে দুনিয়াতে বহু নবী ও রাসূলের উদ্ভব হয়েছিল।

মহান নবী হযরত ইব্রাহীম (আঃ) ছিলেন এ বংশেরই আদি পুরুষ। তাঁর প্রথমা পত্নী বিবি ছারার গর্ভপাত পুত্র ছিলেন নবী এসহাক (আঃ)। তাঁর পুত্র ছিলেন নবী ইয়াকুব (আঃ)।

এ ইয়াকুব (আঃ)-এর অপর নাম ছিল ইসরাইল (আঃ) এবং এ ইসরাইল (আঃ) এর বংশধরগণই দুনিয়াতে বনী ইসরাইল নামে পরিচিত। বিবি আছিয়া জন্মগ্রহণ করেছিলেন মিশর দেশে। কিন্তু তাঁর পূর্বপুরুষ নবী ইয়াকুব (আঃ) ছিলেন কেনানের অধিবাসী। তবে নবী ইয়াকুব বা ইসরাইল বংশ বিস্তার মিশরে ঘটেছিল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!