কুরাইশরা বদরের যুদ্ধে পরাজিত হয়ে পুনরায় আবার মুসলমানদের উপর আক্রমণ করার জন্য আরব হতে শক্তিমান যোদ্ধা সংগ্রহ করতে লাগল এবং অল্পকালের মধ্যেই তাঁরা যুদ্ধ ঘোষণা করে ওহুদ নামক এক পাহাড়ের কাছে এসে সৈন্যদের শিবির রচনা করল।
এবারে আবু সুফিয়ান মদীনা আক্রমনের জন্য সাথে করে এনে ছিল ৩০০০ সৈন্য। হযরত মুহাম্মদ (সাঃ) ও যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলেন। তিনি বহু কষ্টে সংগ্রহ করলেন মাত্র ১৭০০ জন সৈন্য। ওহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হল। দু’পক্ষে তুমুল সংগ্রাম চলতে লাগল।
কিন্তু শেষ অবধি মুসলমানরা জয়লাভ করতে পারলেন না। এ যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি দাঁত দুশমনের নিক্ষিপ্ত পাথর লেগে ভেঙে গেল। তিনি সাংঘাতিকরূপে জখম হল। হযরত ওমর (রাঃ) প্রাণপণে যুদ্ধ করেও পরাজয়কে রোধ করতে পারল না।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।