এক মহিলার শয়তান

বর্ণনায় হযরত সালিম বিন আবদুল্লাহ (রাঃ) বিন ওমর (রাঃ) হযরত আবূ মূসা আশআরী (রাঃ)-এর কাছে হযরত ওমর (রাঃ)-এর খবর আনায়নকারী জ্বিন একবার তার কাছে আসতে দেরি করলে হযরত আবূ মূসা (রাঃ) এক মহিলার কাছে যান।

সেই মহিলার (উপর ভর করে তার) মুখ দিয়ে শয়তান কথা বলত। হযরত আবূ মূসা তাকে (হযরত উমরের সম্বন্ধে) জিজ্ঞাসা করলে সে বলে, আমি দেখেছি উনি সদকার উটগুলো একত্রিত করছিলেন।

হযরত ওমর (রাঃ)-এর এই মাহাত্ম্য ছিল যে, যখনই শয়তান তাঁকে দেখতে, মুখ গুজে পড়ে যেত, ফেরেশতা তার সামনে থাকত এবং হযরত জিব্রাইল তার মুখ দিয়ে কথা বলতেন।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!