আলোচনা সভায় আবু জাহেলের ভাষণ

আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান প্রমুখ ব্যক্তিবর্গ ইসলামের সমস্যা সমাধানের জন্য অনেক লোক একত্রিত করে এক আলোচোনা সভায় মিলিত হল।  আবু জাহেল সভাতে যারা হাজির ছিল তাঁদের উদ্দেশ্য করে বলল, হে লোকগণ! কতদিন আর আমরা মুহাম্মদের অত্যাচার সহ্য করে যাব। 

সে আজ নতুন ধর্ম চালু করেছে আমাদের পুরাতন ধর্মকে সমূলে ধ্বংস করে দেবার জন্য।  আর এখন আমরা নিরবে বসে আছি তাঁর মোকাবেলা করছি না।  আজ আমাদের এ নিরবতার জন্য মুহাম্মদ অনেক শক্তি অর্জন করে ফেলেছে।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!