হিজরী ২১ সনে হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) ইসলাম বিজয়ের গোঁড়া পত্তনের জন্য হযরত খালেদ বিন ওয়ালীদ (রাঃ) কে সেদিকে প্রেরণ করা হয় এবং কা’কা আমর (রাঃ) কে তাঁর সহযোগিতায় পাঠান।
তিনি তাঁকে নির্দেশ দেন, তাঁর অভিযান রমলা অর্থাৎ পারস্য উপসাগরে ইরানের সীমান্ত এলাকা হতে আরম্ভ করতে। ইয়াজ বিন গনমকে ইরাকের উত্তর দিকে আক্রমণের নির্দেশ দেন এবং এর সহযোগী হিসাবে প্রেরণ করলেন আবদ বিন যাগুচ্ছা মিময়ারীকে।
ইরাকের উত্তর দিকের গ্রাম মজিহ হতে আক্রমণ করতে আদেশ দেন। হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এ দু’জন সেনাপ্রধান কে নির্দেশ দেন যে, তাঁরা যেন তাঁদের সাথে কোন মুরতাদকে না নেয়। ইসলামী বিধান মতে খালেদ বিন ওয়ালীদ ইরাক সীমান্তের শাসনকর্তা হুরমুজকে ইসলাম গ্রহন করার জন্য প্রেরণ করলেন।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।