বাহরাইনের বিদ্রোহ দমন

হযরত মুহাম্মদ (সাঃ) এর কাছে বাহরাইন থেকে এক দল লোক এসে ইসলাম ধর্ম গ্রহন করেছিলেন । হযরত মুহাম্মদ (সাঃ) চিন্তা করলেন যে সেখানে একজন গভার্নর নিয়োগ করা প্রয়োজন । তাই তিনি তাঁর সিদ্ধান্ত অনুসারে সেখানে মনজর বিন সাওয়াকে গভার্নর মনোনীত করলেন । হযরত মুহাম্মদ (সাঃ) ইন্তেকাল করার পর পরই মনজর বিন সাওয়াও ইন্তেকাল করলেন । তারপরে বাহরাইনবাসী মুরতাজ হয়ে যায় । বনু বকর মুরতাদই থেকে যায় । আবদুল কায়েস নিজেদের সরদার জারুল বিন মুআল্লাহর মাধ্যেমে আ ফিতনা থেকে বেঁচে যান । তখন হযরত জারুল বিন (রাঃ) নিজেদের কওমকে এক সাথে করে প্রশ্ন করলেন যে, হে আবদুল কায়স ! তোমরা ইসলাম গ্রহন করার পর আবার পরে কেন কাফির হলে ? মুলত তারা ভুলের বশবর্তী হওয়াতে তাদের এ অবস্থা হয়েছিল । তিনি যুক্তিপূর্ণ ভাষণের মাধ্যমে বললেন যে, ভাইয়েরা ! আমি সত্য হৃদয়ে স্বীকার করছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহ রাব্বুল আলামীনের প্রেরিত রাসুল ।

হযরত আলা বিন হাযরামী (রাঃ) তাদের সৈন্য বাহিনী নিয়ে হযরত জারুদ (রাঃ)-এর সহযোগিতায় যান । হাতেমও তাঁর সৈন্যবাহিনী নিয়ে গেলে সেখানে দু পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যায় । মুসলমান এবং মুরতাদ সবাই নিজ নিজ অঞ্চলে পরিখা খনন করে । দু পক্ষের কিছু সৈন্য যুদ্ধের জন্য সকালে বের হয়ে আপরাহ্নে যার যার ছাউনিতে আগমন করে । একদিন সন্ধায় মুসলমানগণ শত্রু পক্ষের সৈন্যদের হৈ চৈ-এর আওয়াজ শুনতে পান । খবর নিয়ে জানতে পারলেন যে, তারা মদের নেশায় পাগল হয়ে আনন্দ করছে । এ সুযোগে মুসলমানগণ আক্রমন করেলে তাতে বহু ব্যক্তি নিহত হয়, বাকীদের বন্দী করা হল । স্বয়ং সৈন্যের নায়ক হাতেমসহ নিহত হল । তখন মুসলমানগণ সাগর পাড়ি দিয়ে সেখানে গিয়ে তাদের হত্যা করলেন । এরপর আম্মানের কিছু কিছু গোত্র এবং কিন্দা গোত্রের লোকেরা মুরতাদ হয়ে গিয়েছিল । হযরত আবু বকর সিদ্দীক (রাঃ)-এর পাঠানো সেনাপ্রধানগণের সঙ্গে তাদের মকাবেলা হয় এবং সব জায়গায়ই মুসলমানদের বিজয় হয় ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!