তুলাইহা নামে বনু আসাদে এক লোক ছিল । একদা তার মাথায় নবুয়্যতের কু-চিন্তা ঢুকে বিদায় হজ্জ হতে ফিরে এসে । তুলাইহা নিজ কওমের মাঝে নবুয়্যতের দাবি করার পর তার কওমের লোক তার অনুগত হয় । তার বন্ধুত্ব চুক্তি ছিল ‘আসাদ’ গোত্র আর ‘তাই’ গোত্রের মধ্যে । অরা সবাই তার সাথে হাত মিলিয়ে শরীক হল এবং গাফতান প্রচুর লোক তার সাথে শরীক হল । তুলাইহা বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে নজরদের বারাকা ঝর্নার কাছে ছাউনি স্থাপন করলেন ।
তুলাইহার মকাবেলা করার জন্য হযরত আবু বকর (রাঃ) হযরত খালেদ বিন ওয়ালীদ (রাঃ)-কে প্রেরন করলেন । ‘তাই’ গোত্রের নেত্রিস্থানীয় লোকদের মধ্যে ছিলেন হযরত আদী বিন হাতেম তাঈ । হাতেম তাঈ ঐ সময় মদিনায় অবস্থান করেছিলেন । হযরত আদী বিন হাতেম তাঈ হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-কে বলেন, আপনি আমাকে অনুমতি দিন , আমি আমার গোত্রকে এ ফিতনা হতে মুক্ত করবো । হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) অনুমতি প্রদান করলেন । এরপর হযরত আদীর চেষ্টায় সে গোত্রের সমস্ত লোক তুলাইহাকে ত্যাগ করল । একই প্রচেষ্টা হযরত আদী জদীলা গোত্রে করেও সেখানে সফলতা লাভ করল । তুলাইহা বাহিনীর সঙ্গে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হয়ে হযরত খালেক (রাঃ)- এর বাহিনীর সঙ্গে ‘বযাখা’ পৌঁছে । যখন তুলাইহা বাহিনীর পরাজিত হওয়ার আশংকা দেখা দিল । তখনই তুলাইহার সহযোগী তাগফানের সরদার উয়াইনা বিন হুসাইন ফাযারী তাঁর কাছে আসল । সে সময় তুলাইহা চাদর মুড়া দিয়ে এমন ভাবে বসেছিল তাতে মনে হচ্ছিল আসমানী বানী নাযিল হচ্ছে তাঁর ওপর । ঠিক সে মুহূর্তে সে প্রশ্ন করল যে, তোমার কাছে কোন আসমানী বানী এসেছে নাকি ? তখন তুলাইহা বলল, হ্যা । এ কথা বলে তিনি তাকে একটা ছন্দময়ী কথা শুনাল । যার প্রকৃত অর্থ হল, সফলতা আমাদের শেষ পর্যন্ত হবেই । এ কথা উয়াইনা শুনে বিশ্বাস না করে বলে যে এ লোক আসলে মিথ্যুক । এ কথা বলে উয়াইনা তাঁর নিজেদের লোকদের নিয়ে তুলাইহার বাহিনী হতে আলাদা হয়ে যায় । তুলাইহা তাঁর পরাজয় হবে জেনে পরিবার-পরিজন নিয়ে সিরিয়ার দিকে পালিয়ে যায় । এরপর সে কুফর হতে তওবা করে ইসলাম ধর্ম গ্রহন করলেন । ইসলাম ধর্ম গ্রহন করে তুলাইহা ইরাক বিজয়ের সময়ে খুব বীরত্ব দেখিয়ে নিজের পাপের কাফফারা আদায়ের জন্য চেষ্টা করলেন ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।