রাষ্ট্রীয় শাসন ব্যবস্থাঃ
হযরত আবু বকর (রাঃ) তাঁর শাসন ব্যবস্থাকে ইসলামের নিয়ম কনুন অনুসারে পরিচিলিত করেছিলেন । তাঁর সামনে কোন বিষয় উপস্তিত হলে তিনি প্রথমে পবিত্র কু’রআনে তাঁর সুষ্ঠু সমাধান খুঁজতেন আর কুরআনে না পাওয়া গেলে হাদীসে অনুসন্ধান করতেন । আর যদি হাদীসে না পাওয়া যেত তাহলে তিনি জ্ঞানী-গুনী মুসলমানদের সাধারন সভা আহবান করতেন ।
মজলিসে শূরাঃ
হযরত আবু বকর সিদ্দীকি (রাঃ) সাহাবায়ে কিরামদের মধ্যে যারা বেশী জ্ঞানী এবং রাজনীতির ব্যাপারে খুব অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে বিশেষ পরামর্শ দাতা হিসাবে নিযুক্ত করতেন । যদি কোন বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা উপস্থিত হত ওই সময়ে তিনি তাঁদের আহবান করতেন পরামর্শ করার জন্য ।
রাষ্ট্রীয় নীতিঃ
হযরত আবু বকর সিদ্দীকি (রাঃ) তাঁর সম্রাজ্জ্যকে বিভিন্ন প্রদেশ এবং জেলায় ভাগ করলেন আর আলাদা আলাদা শাসনকর্তা নিয়োগ করেছিলেন । তাঁর দু’ বছর তিন মাস শাসনামলে তিনি তাঁর সম্রাজ্জ্যকে খুব সুন্দর করে পরিচালিত করেছিলেন ।
রাষ্ট্রীয় পদে নির্বাচনঃ
হযরত আবু বকর সিদ্দীকি (রাঃ) রাষ্ট্রীয় পদে যোগ্য ব্যক্তিকে নির্ভুল পদে নিযুক্ত করার উপর রাষ্ট্রের একটি সুন্দর এবং উত্তম ব্যবস্থাপনা চালু করেন । রাষ্ট্রীয় পদে নির্বাচনের জন্য সে ব্যক্তিই যোগ্য তাঁর চারিত্রিক গুনাবলির ব্যাপারে সঠিক জ্ঞান রাখে ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।