হযরত আবু রাফে (রা.) রাসুল (সা.) এর কাছে আরজ করলেন, ইয়া রাসুল (সা.)! আল্লাহপাক মৃতকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে এমন কোন নিদর্শন কি পাওয়া যায়? রাসুল (সা.) বলেন, তুমি কি কখনো এমন উপত্যকা অতিক্রম করেছ? যা সারা বছর শুকনা থাকে । আবার দ্বিতীয়বার যখন এ উপত্যকা অতিক্রম করেছ, তখন সেখানে ফসল ফলানো দেখেছ? সাহাবী জবাব দিল, আমি এরকম দেখেছি । রাসুল (সা.) ইরশাদ করেন, এমনভাবেই আল্লাহ পাক মৃতকে জিন্দা করেন । তার সৃষ্টির মধ্যে এ নিদর্শন বিদ্যমান । ইমাম আহমাদ (র.) এ হাদিসের ব্যখ্যা করেছেন এভাবে যে, ক্ষেতে ফসল ফলানোর পর যখন তা কেটে ফেলা হয়, জমিন অনাবাদি হয়ে যায় । শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায় ।
এরপর আবার সে ক্ষেতে সুন্দর ফসল জন্মে । তেমনিভাবে মানুষেরও নিজের জিন্দেগী সমাপ্ত হওয়ার পর মাটির সাথে মিশে যাবে তার দেহ । যেখান থেকে সে সৃষ্টি হয়েছিল । আল্লাহ পাক রাব্বুল আলামীন শেষ বিচার এর দ্বীন মানুষকে এ মাটি থেকে পুনর্বার জিন্দা করবেন । অতএব ভাই ও বোনেরা! আমরা দুনিয়ার ফাঁদে এমনভাবে বাঁধা পড়ে আছি । আমাদের যে একটা চিরস্থায়ী শেষ ঠিকানা আছে এর কথা আমরা ভুলেই বসে আছি ।
আমরা ভুলে গেছি, সে পরাক্রমশীল আল্লাহর সামনে আমদের দাড়াতে হবে । ভুলে গেছি হাশরের মাঠের সে ভয়াবহ অবস্থা । যেখানে আপন বলে কাউ থকবে না । কেউ বলবে না আমি তো তোমার ভাই হই, তোমার বিপদে আমি সাহায্য করবো । দুনিয়াতে বিপদে কত জনকে কাছে পাই । কিন্তু সেইদিন কাউকে পাওয়া যাবে না । সবাই নিজেকে নিয়েই পেরেশান থাকবে ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।