একজন বুজুর্গের মৃত্যুর ৮ মিনিট পর নবজীবন লাভ

আমার পরিচিত একজন বুজুর্গ ব্যক্তির পাকস্থলীতে আলসার হওয়ায় পায়খানার রাস্তায় রক্ত আসতে লাগলো। তার অবস্থা আশঙ্কাজনক হয়ে গেল। হৃদস্পন্দন বেড়ে গেল। এ কারণে হাসপাতালের সার্জন অপারেশন করতে রাজী হলেন না। আত্মীয়-স্বজন এবং চিকিৎসক তার বাঁচার আশা ত্যাগ করলেন। আমি তার শয্যাপাশে দাঁড়িয়ে ছিলাম। আমি দেখলাম, শুনলাম, তিনি ৬ মিনিট কালেমা পাঠ করছেন তারপর নীরব হয়ে গেছেন। তার হৃদস্পন্দন থেমে গেল।

চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে তার মৃত্যু হয়েছে। আট মিনিট কেটে গেল। তারপর তিনি পুনরায় কালেমা পাঠ করতে লাগলেন। আমি তার পাশে হৃদস্পন্দন স্বাভাবিক হল। তার দেহ অপারেশন করা দল। অপারেশন সাকসেসফুল অপারেশনের পঞ্চম দিন তিনি হাসপাতাল থেকে বিদায় নিয়ে ঘরে ফিরে যাচ্ছিলেন। আমি তাকে একপাশে ডেকে মৃত্যুরূপী সময়ের কথা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, দুইজন ফেরেস্তা আমাকে জান্নাতুল বাকী নামক কবরস্থানে নিয়ে গেছে এবং আমাকে আমার কবরের জায়গা দেখিয়ে দিয়েছে। এ সময় তৃতীয় একজন ফেরেস্তা এসে বলল, মহান আল্লাহ তাকে আরো কিছু সময় মঞ্জুর করেছেন। তারপর আমাকে নিশতার মেডিকেল হলে ফিরিয়ে আনা হল।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!