কয়েক বছর আগের কথা। রাজেনপুর কবরস্থানে একটি লাশকে দাফন করার জন্য একটি কবর তৈরি করা হল। লাশকে নিয়ে আসার আগেই সমগ্র কবর মিষ্টি সুবাসে ভরে গেল। উপস্থিত সবাই অবাক হলো যে, সে সুবাস কোথা আসছে। কবরস্থানের আশপাশে তেমন গাছও ছিল না যে, সেই গাছ থেকে সুগন্ধি আসবে।
অনুসন্ধান করে দেখা গেল, কবরের একটি ছিদ্র দিয়ে এই সুগন্ধি আসছে। খননকারীরা ছিদ্রটি বড় করে দেখতে পেলো, নিচে আরেকটি কবর রয়েছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, সেই লাশের মুখের উপরও একটি ফুল ঝুলে আছে এবং সেই ফুল থেকে গন্ধ আসছে। শহরের সব মানুষ এই দৃশ্য প্রত্যক্ষ করলো।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।