গাজীর কবর যেন সুবিশাল ময়দান

হযরত আবু হুরায়রা (রাঃ) বর্ণনা করেন, আমি একবার হযরত ওমর (রাঃ) কর্তৃক কোন এক জিহাদে প্রেরিত সৈন্যদলভুক্ত ছিলাম। জিহাদ হতে প্রত্যাবর্তন কালে পথিমধ্যে আমার এক সাথীর মৃত্যু হয়। তাঁকে তথায় দাফন করার পর এক ব্যক্তি বলে উঠলোঃ এখানকার মাটি মৃত্যুকে কিছুতেই গ্রহণ করছে না। মাটি তাঁকে বার বার ঠেলে বের করে দিচ্ছে। আমার মনে হয় এখান থেকে অন্ততপক্ষে এক মাইল দূরে অন্য কোন স্থানে নিয়ে দাফন করলে ভাল হয়।

তাঁর কথা শুনে আমরা তৎক্ষণাত উক্ত কবর খুলে তথা হতে তক্তা অপসারণ করে দেখলাম, সদ্য দাফনকৃত লাশটি আর উক্ত কবরে নেই। সেখানে তখন জ্যোতির্ময় দিগন্ত বিস্তৃত অতি মনোরম এক সুবিশাল ময়দান পরিদৃষ্ট হচ্ছিল। (সুবহানাল্লাহ)

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!