কবর দেওয়ার পর পূণর্জীবন লাভ

মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া নামক জনৈক ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে যথাস্থানে দাফন করা হয়। এদিকে রাতের বেলা কাফন চোরেরা কাফন চুরির জন্য তার কবরটি সম্পূর্ণ খুলে ফেলে। দুস্কৃতিকারীরা কবর খোলা মাত্রই উক্ত কবরে সমাধীস্থ ব্যক্তি উঠে বসে এবং তৎক্ষনাৎ সে দ্রুত দৌড়ে এসে নিজের বাড়িতে পৌঁছে যায়। এভাবে কবর থেকে উঠে আসার পর সে দীর্ঘদীন যাবত জীবিত ছিল। তাকে কাফনওয়ালা বা নিজের কাফন বাহক বলে ডাকা হত।

এমনিভাবে আরেকজন লোককে সমাধিস্থ করা হলে কাফন চুরির জন্য কাফন চোরেরা যখন কবর খুললো, তখন সে জীবিত হয়ে সেখান থেকে দৌড়ে পালালো। এ ঘটনার পর বহুদিন জীবিত ছিল। এ দীর্ঘ সময়ে মহান আল্লাহ তায়ালা তাঁর ঔরশে একটি পুত-পবিত্র সন্তানও দান করেছিলেন, যার নাম ছিল আব্দুল মালেক।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সম্পর্কিত পোস্ট

দুঃখিত!