প্রফেসরের অসুস্থ আত্মীয় বললেন, আমি ঈদের দিন মারা যাবো

আমার পরিচিত একজন প্রফেসরের আত্মীয় দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ঈদুল ফিতরের কয়েক দিন আগে তিনি বললেন, আমি আগামী ঈদের দিনে মারা যাবো। আত্মীয়-স্বজনকে বললেন, বেশি লোক জমায়েত করার দরকার নেই। আমাকে তাড়াতাড়ি দাফন করে দিবে। মৃত্যুর কয়েক দিন আগে প্রতিবেশীদের হাতে টাকা দিয়ে বলেছিল, যারা আমাকে দেখতে আসবে এই টাকায় তাদের মেহমানদারী করাবেন।

ঈদের দিন আত্মীয়-স্বজন ঈদের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন কিন্তু এই ব্যক্তি আলাদা কামরায় গিয়ে মহান আল্লাহর যিকির আযকারে মনযোগী হলেন। জিকির করার এক পর্যায়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আত্মীয়-স্বজন ঈদের নামাজ আদায় করে ঘরে ফিরে দেখেন, তিনি মারা গেছেন। প্রতিবেশীরা মেহমানদের জন্য খাবার তৈরি করেছিলেন।

সূত্রঃ কবরের আযাব

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!