১৯৯২ সালে প্রবল বৃষ্টিতে চিনিউট থানা সদরে কবরস্থানে পানি জমে যায়। একটি কবরে আশি বছরের বয়ষ্ক একজন বৃদ্ধের লাশ পানিতে ভাসছিল। এ খবর দাবানলের মত থানা শহরে ছড়িয়ে পড়লে দলে দলে লোক বৃদ্ধের লাশ দেখার জন্য ছুটে যায়।
দেড় বছরে আগে সমাধিস্থ বৃদ্ধের লাশ যেভাবে দাফন করে হয়েছিল, দেড় বছর পরেও একই রকম রয়েছে। তার দাড়ি ছিল একই রকম। দাড়ির এক গাছি চুলও ঝরে পড়ে নাই। বৃদ্ধকে নতুন কাফন পরিধান করিয়ে নতুন কবরে পুনরায় দাফন করা হয়।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।