পাকিস্তানের কোয়েটার কাছাকাছি জায়গায় এক যুবক মারা গেল। যুবককে দাফন করা হল। কয়েকদিন পর যুবকের ভাই কবরে গিয়ে শুনতে পেলেন বাঁচাও! বাঁচাও চিৎকার। বাড়িতে এসে বাবাকে বললো, বাবা! ভাই তো মারা যায়নি, বেঁচে আছে। কয়েক দিন এরকম চিৎকার শোনার পর এক রাতে কবর খনন করা হল। কবর ছিল ভীষণ গরম।
যুবক কবরে বসে বাঁচাও বাঁচাও, মরে গেলাম, মরে গেলাম, এরকম চিৎকার করছিল। মৃত্যু যুবকের ভাই তার ভাইয়ের বাহু ধরার জন্য কয়েক বার কবরের দিকে হাত বাড়ালো। সাথে সাথে তার হাত পুড়ে গেল এবং ভয়ে আতঙ্কে সে জ্ঞান হারিয়ে ফেললো। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হল।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।