ডেপুটি কমিশনারকে বলা হলো, তোমার মুখে তামাকের গন্ধ; তুমি রাসূল (সাঃ) এর কাছে যেতে পারবে না

ভাওয়ালপুরের অবসরপ্রাপ্ত ডেপুটি কমিশনার নিয়মিত ধূমপান করতেন। একদিন তিনি স্বপ্নে কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখতে পালেন। এসব দেখে তিনি ভীষণ অস্থির এবং দিশেহারা হয়ে পড়লেন। হঠাৎ তাকিয়ে দেখেন একদিকে আলো দেখা যাচ্ছে। একজন জানালো যে, ওখানে রাসূল (সাঃ) রয়েছেন। তিনি বলেন, আলো দেখে আমিও সেদিকে গেলাম। রাসূল (সাঃ) এর কাছাকাছি যেতেই একজন লোক আমাকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে দিলো।

সে বললো, তুমি রাসূল (সাঃ) এর সাথে দেখা করতে পারবে না। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর শক্তি প্রয়োগ করে রাসূল (সাঃ) এর কাছে যেতে চাইলাম। এ সময় একজন  লোক আমাকে জোর করে ধাক্কা দিয়ে চিৎ করে ফেলে দিলো। সে বললো, তোমার মুখে তামাকের গন্ধ, তুমি রাসূল (সাঃ) এর কাছে যেতে পারবে না। ঘুম ভাঙ্গার পর থেকে আমি আর কখনও ধুমপান করি নাই, পুরাপুরি ছেড়ে দিলাম।

সূত্রঃ চোখে দেখা কবরের আযাব

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!