সামান্দারি জেলা থেকে দুই কিলোমিটার দূরের এক গ্রামে পুরাতন কবরস্থান অতিক্রমের সময় গ্রামের লোকেরা একটি গাধার ডাক শুনতে পেল। একজন গ্রামবাসী সাহস করে কবরস্থানের পাশে গিয়ে দেখলো যে, কবরের গায়ে প্রায় ১ ফুট চওড়া একটি গর্ত রয়েছে। সেই গর্ত থেকে আওয়াজ আসছে। গাধা সেই গর্ত দিয়ে মুখ বের করলো, তারপর মুখ ভিতরে নিয়ে গেল। গ্রামের লোকেরা শহরে গিয়ে এ খবর প্রচার করলো। কিন্তু কেউ বিশ্বাস করলো না।
তারপর বহু লোক মসজিদের ইমাম সাহেব সহ কবরস্থানে গেল। গাধা বাইরে মুখ বের করেই ভিতরে নিয়ে গেলো। অনেকেই মন্তব্য করল, সেই কবরের লাশকেই মহান আল্লাহ তা’য়ালা গাধার আকৃতি দিয়েছেন। ইমাম সাহেব সহ সবাই দু’য়া ইস্তেগফার পাঠ করলো। সেই কবর মহিলার নাকি পুরুষের সেটা জানা যায় নি। কবরের গায়ে খোদাই করা বিসমিল্লাহ কথাটি ব্যতিত অন্য সব লেখা মুছে গিয়েছিল।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।