আমার এক জমিদার বন্ধু ছিল ডাইবেটিক্স এর রোগী। আমার চেম্বারে প্রবেশ করার সময় তার ছিল শেষ অবস্থা। তার মৃত্যুকালীন কষ্ট আমি নিজ চোখে দেখেছি। মৃত্যুকালে তার হাত পা একত্রে গুটিয়ে নিচ্ছিল, মুখ বিকৃত করছিল। দেখে মনে হচ্ছিল, তাকে প্রচণ্ড প্রহার করা হচ্ছে। সবচেয়ে বিস্ময়ের ব্যপার হচ্ছে, মৃত্যুর সময় তার দুই চোখ আস্ত বের হয়ে গেল। চেহারা হয়ে গেল বিকট দর্শন। তার চেহারার দিকে তাকাতে ভয় হচ্ছিল। এরকম কষ্ট অবস্থায় সে মৃত্যু বরণ করল।
মৃত্যুর পর আমি তার সম্পর্কে খবর নিতে সচেষ্ট হলাম। জানা গেলে, সুস্থ থাকা অবস্থায় তার জমির উপর দিয়ে বিনা অনুমতিতে হেঁটে যাওয়ার অপরাধে সে নিরীহ লোকটিকে বন্দুকের বাঁট দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। তারপর নিহত ব্যক্তির চোখ খুলে নিয়েছিল। মৃত্যুর সময় মহান আল্লাহর নির্দেশে মৃত্যুর ফেরেস্তা দুনিয়াতে তার উপর প্রতিশোধ নিয়েছেন। পরকালের শাস্তি তো দেখা যাবে না, সেই শাস্তিও নিশ্চয় তার জন্য অপেক্ষায় আছে।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।