পাকিস্তানের মর্দান অঞ্চলের কল্লাল নামক কবরস্থান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা গেল। সেই শিখা এত প্রচণ্ড ছিল যে, আশেপাশের কবরের মাটিও সেই লেলিহান শিখার উত্তাপে উত্তপ্ত হয়ে গিয়েছিল। কবরের গায়ের একটি গর্ত দিয়ে সেই শিখা বের হচ্ছিল।
উপস্থিত লোকেরা কোরআন তেলাওয়াত এবং দোয়া দরূদ পাঠ করতে শুরু করল। এতে এক ঘন্টা স্থায়ী লেলিহান অগ্নিশিখা ধীরে ধীরে কমে গেল। কবরের গর্তে প্রথমে ইট তারপর মাটি চাপা দেওয়া হলো।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।