কেন বাধ্যতে

বাগদাদের এক ব্যবসায়ী একদিন তার চাকরকে বাজারে পাঠাল কিছু জিনিসপত্র আনতে। একটু বাদেই চাকর যখন ফিরে এল, তার সারা মুখ ফ্যাকাশে আর গা দিয়ে গলগল করে ঘাম ঝরছে। সে বলল, “মালিক, বাজারে এক মহিলার সাথে ধাক্কা লাগল। ভাল করে তাকিয়ে দেখলাম এক মহিলার রূপে মৃত্যু দাঁড়িয়ে আছে। মৃত্যু আমার দিকে রেগে কটমটিয়ে তাকাল। আপনি শিগগির আপনার ঘোড়াটা ধার দিন। আমি এখুনি এই শহর ছেড়ে সন্ধের মধ্যে সামারাতে পালিয়ে যাব। তাহলে মৃত্যু ছুঁতে পারবে না আমায়।”
ব্যবসায়ী চাকরকে ঘোড়া দিয়ে দিল। সে দ্রুত চাবুক চালিয়ে ছুটল সামারার দিকে। মালিক চলল বাজারে- ব্যাপারটা খতিয়ে দেখতে। বাজারে মৃত্যুকে দেখে ব্যবসায়ী জিজ্ঞেস করল ,” কি হে? আজ সকালে আমার চাকরকে দেখে তুমি রেগে তাকিয়েছ কেন?”
মৃত্যু বলল “বিশ্বাস কর রাগ না। ওকে বাগদাদে দেখে অবাক হয়ে গেছিলাম। কারন আজ রাতেই সামারাতে ওর সাথে আমার দেখা হওয়ার কথা।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!