নাইটস্কোপ ১

মিশকালো অন্ধকার গলিপথে বিদ্যুতবেগে সাইকেলের  চাকা ছুটে গেলে

ঠিক সাইকেলের চাকার দাগের পাশেই অতি ধীরে , প্রায় নিঃশব্দে থিতিয়ে পড়ে

কালো রেশম ।

যে কোনও যাত্রা মানেই তো বুনন ;

অস্তিত্বের সঙ্গে অভিজ্ঞতার , অতি নিবিড় ভাবে  ।

গতিময়তার  ঠিক পাশাপাশি থেকে যায় ,

বা হয়তো  কিছুটা পিছিয়েই ,

লাজবাব , বিপরীতধর্মী এই গতিহীনতা , নিরুদ্বেগ অধঃক্ষেপ ।

নির্যাস রেশম একরঙা নয়,

হয়তো পুরোটাই  কালো নয় ।

কোনও একটি ক্ষণজন্মা তন্তু কোনও এক মাহেন্দ্রক্ষণে নিশ্চিত পেয়েছিল নখাগ্র চন্দ্রালোক ;

আলো-পাওয়াদের কয়েকটি তাই উজ্জ্বল সাদা ।

খান কয়েক তন্তু তাদের অগ্রভাগে যতসামান্য আলো তুলে নিয়েই গুলে দিয়েছিল অন্ধকারে ,

চেখে দেখতে চেয়েছিল অ্যাডভেঞ্চার  ;

তারা সাহসী , কমপ্লেক্স ।

কমপ্লেক্সিটির রঙ ধূসর ।

কর্মকাণ্ড এগিয়েছে ,

অন্ধকার গলি আরও অন্ধকার হয়ে তারপর ধীরে ধীরে ফরসা ।

যেমনটা হবার ছিল , নিয়ম মেনেই ।

আরও খানিক  প্রৌঢ়ত্বে ঢলে পড়ল চিরযুবকের নামভূমিকার কপট অভিনেতা –

সময়  ।।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!