স্কুল জীবন বনাম কলেজ জীবন

স্কুল জীবন বনাম কলেজ জীবন স্কুল :- ৭দিনের জন্য একই জামা কলেজ :- ১দিনের জন্য ৭টি জামা স্কুল :- ১টি বিষয়ের জন্য ২টি খাতা কলেজ :- সকল বিষয়ের জন্য একটাই খাতা স্কুল :- টিচার এর হাতে সাদা বস্তু (চক) কলেজ :- ছাত্রের হাতে সাদা বস্তু (সিগারেট) স্কুল :- চিঠি আসলে সেটা সচরচর টিসি’র চিঠি হয় কলেজ :- সচরচর সব চিঠি এ প্রেম পত্র হয়ে থাকে

ভাই ফোঁটা

গবেষণা অনুযায়ী, মাত্র তিন দিন স্মার্টফোন থেকে দূরে থাকা আপনার মস্তিষ্কে অনেকটা পরিবর্তন আনতে পারে! পাশাপাশি আপনার মুড নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *