এক কাক এসে বসল গাছের ডালে,
মুখে তার
একটুকরো মাংস। এক শিয়াল
নীচে থেকে তাই
দেখে ভাবতে লাগল, কি করে ঐ মাংসটুকু
সে নিজে খেতে পায়। অনেক ভেবেচিন্তে সে শেষে ঐ কাকের
দিকে চেয়ে বলতে লাগল,
সত্যি কি সুন্দর
পাখি তুমি, কি সুন্দর তোমার অঙ্গের
গঠন,
তোমার পাখিদের রাজা হবার কথা, তোমার
অবশ্য কণ্ঠস্বরও যদি তোমার
চেহারার
মতো সুন্দর হতো, মধুর হতো। কিন্তু
হায়!
তুমি তো অন্য পাখিদের মতো গান গাইতে পার না!
শেয়ালের এই কথা শূনে কাক আর চুপ
থাকতে পারল না, সে তখনই
মহোল্লাসে কা-
কা রবে ডাকতে শুরু করল, আর
অমনি মাংসের টুকরো তার মুখ থেকে গেল পরে, আর
শেয়াল
অমনি তা মুখে করে নিয়ে দিল ছুত। উপদেশঃ অনেক মূর্খই অপরের স্তোতবাক্যে ভুলে নিজের সম্পদ
হারায়।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।