বিনা চেষ্টায় লাভ

একটা হরিন নিয়ে এক সিংহ আর
ভালুকের
মধ্যে এমন লড়াই হলো যে দুই জনই
রীতিমত
জখম হয়ে পড়ল, নড়বার
শক্তি রইলনা কারোরই, একেবারে সংজ্ঞাহীন মৃত প্রায়।
এক শিয়াল ঐ পথ দিয়ে যেতে যেতে দুই
মহাবীরের ঐ
অবস্থা দেখে এবং একটা হরিন
দুইজনের
মাঝে পড়ে থাকতে দেখে সে সেটা কামড়ে ধরে হাটাঁ দিল। উথান শক্তি রহিত এরা দুজন তখন
নিজেদের
মধ্যে বলাবলি করতে লাগল, -ভাগ্য আর
কাকে বলে, হরিণটার জন্য আমরা লড়াই
করে মরলাম, আর কিছু
না করে সেটা পেয়ে গেল একটা শিয়াল। উপদেশঃ নিজেদের পরিশ্রমলব্ধ ধন যখন
নিজেদের
ভোগে না এসে নিস্করমা অপরের
ভোগে লেগে যায় তখন সেটা দুঃখের
কারন
হয়ে দাঁড়ায় বই কি!

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!