চমকে ওরা পাই করে পিছনের দিকে তাকাল ।
…………..এরপর…….
একটা বানর আকৃতির অদ্ভূত প্রাণী যেন প্রায় ঝরনার জল ফোড়েই বেড়িয়ে এল ।
উলু বলল ,যাও আসছি ।
উলুর কথা শুনে মনে হল প্রাণীটাকে ও চেনে ।
আমি একরাশ প্রশ্ন সিক্ত চেহাড়া নিয়ে উলুর দিকে তাকিয়ে রইলাম ।উলু মৃদু মৃদু তখনো হেসে চলেছে ।
।।সাত ।।
প্রায় সারাদিনই অভিদের বাড়িতে বিজ্ঞানী,সাংবাদিক ,আত্নীয় স্বজনদের ভীর লেগেই রয়েছে ।অভির মা তো কেঁদে কেঁটে চোখের জলই শুকিয়ে ফেলেছেন ।অভির বাবার চোখের কোনে কালো কালো কালি পড়ে গেছে ।চিন্তায় চিন্তায় এক সপ্তাহের ভেতরেই যেন তার বয় দশ বছরবেড়ে গেছে ।আর প্যারালাইসিসে পঙ্গু হয়েযাওয়া অভির দাদীও থেমে নেই ।একটু পর পরই শোকে মাতম করে উঠছেন বুক চাপরেচাপরে ,আমার ভাই কই গেলরে…।কেডা আর কইব দাদু গল্পশুনাও …ও দাদু রাজার সেইকিচ্ছাটা কও ।
ওনার দিকে কেউ সহানুভুতির দৃষ্টিতে তাকাচ্ছেন আবার কেউ বিরুক্তির ।
।।আট।।
উলু বলনা ..!প্রায় অনুনয় বিনয় করতে লাগলাম আমি ।ভীষন পাজী আর হার হিরহিরে ছেলে ।
আবার কেমন শয়তানের মত হাসছে ।
কতখন থেকে প্রশ্ন করছি ঐ বানর মতন প্রাণীটা ওকে আড়ালে নিয়ে কি বলল ? কিছুতেই বলছেনা ।আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল ।
প্রায় চেচিয়েই বললাম,শয়তান বলবি না ?আর অমনি ধাম করে একটা চড় পড়ল গালে।বসা থেকে একটু দূরে ছিটকে পড়লাম ।
ব্যাথায় ককিয়েও উঠলাম ।দেখলাম উলু বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে ..
…..ক্রমশ ….. ।
"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।